শেখ রাসেল জুনিয়র আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ফুয়াদ


বগুড়া সংবাদদাতা , : 12-09-2023

শেখ রাসেল জুনিয়র আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ফুয়াদ

৫ম জাতীয় শেখ রাসেল জুনিয়র আরচারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ গ্রুপে (অনুর্ধ -১৫ পুরুষ) দলগত প্রতিযোগীতায় ব্রোঞ্জ পদক জিতেছে বগুড়ার ইমতিয়াজ আমীন ফাতেমী ফুয়াদ। গত ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পযর্ন্ত টঙ্গী বাংলাদেশ জাতীয় আরচার ফেডারেশন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদের বাবা বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সকলের খবর পত্রিকার বার্তা সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান কোয়েল। 

নড়াইল তিরন্দাজ সংসদের পক্ষে খেলায় অংশ নেয় ফুয়াদ। সে  সবুজবাগ আল আকাবা মাদ্রাসার ৬ষ্ট শ্রেনীর ছাত্র। তিরন্দাজ দলের অন্য ২ সদস্য- উমর হুজাইফা ও খন্দকার তাওহীদ।

ঢাকা বিজনেস/আলমগীর/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com