কালিয়াকৈরে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা , : 12-09-2023

কালিয়াকৈরে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ তম উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় প্রফেসর এম ই এইচ আরিফ উচ্চ বিদ্যালয় ৩ - ০ গোলে পরাজিত করে জাবেদ আলী সরকারি উচ্চ বিদ্যালয়কে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড আ ক ম মোজাম্মেল হক এমপি। খেলা শেষে তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা প্রমুখ। 

ঢাকা বিজনেস/ইন্দ্রজিৎ/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com