৬০০ কোটির ক্লাবে ‘জেলার’


বিনোদন ডেস্ক , : 03-09-2023

৬০০ কোটির ক্লাবে ‘জেলার’

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ ২ বছর পর মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জেলার’।

নেলসন দিলীপ কুমার নির্মিত এই সিনেমা গত ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির আগে যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর তা আরও বেড়েছে।

২২ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৬১৫.৪৫ কোটি রুপি ‘জেলার’ সিনেমার সাফল্য উদযাপন করছেন সংশ্লিষ্টরা। ২০০ কোটি রুপি বাজেটের ‘জেলার’ সিনেমা মুক্তির আগে আয় করেছে ১২০ কোটি রুপি।

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। এতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার একটি গানে ঝড় তুলেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। আরও ছিলেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি ও বিনয়কানের মতো শিল্পীরা। 

ঢাকা বিজনেস/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com