আসছে ‘থর-৫’


বিনোদন ডেস্ক , : 24-08-2023

আসছে ‘থর-৫’

মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো সিনেমা ‘থর’-এর পঞ্চম কিস্তি আসছে। ইতোমধ্যেই সিনেমার শুটিংও শুরু হয়ে গেছে। এবারের পর্বটি নির্মাণ করবেন তাইকা ওয়াইতিতি। তিনি এর আগে ‘থর’-এর শেষ দুই কিস্তি পরিচালনা করেছিলেন।

হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, ‘থর’-এর পঞ্চম কিস্তি মার্ভেল স্টুডিওতে তৈরি হচ্ছে। সেখানে নিয়মিত শুটিং করছেন অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। এবারের পর্বে বেশ কিছু চমক থাকবে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে বলেন নির্মাতা ওয়াইতিতি। তিনি বলেন, “আমরা ‘থর-৫’ প্রজেক্টের কাজ ইতোমধ্যেই শুরু করে দিয়েছি। আমরা পরিকল্পনা করেছি আগের পর্বের থেকে এবারের পর্বে দর্শকদের বেশ কিছু চমক উপহার দিতে। যেখানে সবচেয়ে বড় চমক থাকবে ভিলেন চরিত্রে; যা সিনেমাটি মুক্তির পরই সবাই বুঝতে পারবে।”

থর-৪ সিনেমাটি ২০২২ সালের জুলাই মাসে মুক্তি দেওয়া হয়। তবে নতুন থর মুক্তির বিষয়ে এখনো কিছু বলতে নারাজ মার্ভেল।

ঢাকা বিজনেস/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com