আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু


ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট , : 16-08-2023

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘এক দিনের জন্য আমদানি-রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আগে জানানো হয়েছিল। বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ওসি হাসান আহমেদ ভূঁইয়া বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে এ বন্দর দিয়ে এক দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় আজ সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (১৫ আগস্ট) স্থলবন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’ 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com