২৫ আগস্ট বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু


ক্রীড়া ডেস্ক , : 10-08-2023

২৫ আগস্ট বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশের পর টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে আইসিসি। চলতি মাস থেকেই পাওয়া যাবে প্রস্তুতি এবং মূলপর্বের ম্যাচের টিকিট। সেমিফাইনাল আর ফাইনালের টিকিট পেতে অপেক্ষা করতে হবে।     

বুধবার (৯ আগস্ট) বাংলাদেশের ৩ ম্যাচসহ মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনে চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি।

চূড়ান্ত সূচি প্রকাশ হওয়ায় এদিন বিকালে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে।

তবে অনলাইনে টিকিট কিনতে গেলে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। ১৫ আগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নাম ‘রেজিস্টার’ করতে হবে। টিকিটের চাহিদা কী রকম, তার ওপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু হবে।  

আইসিসি আগেই জানিয়েছে, অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনলেও তার ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। তাহলেই মাঠে ঢোকা যাবে।

আইসিসি ঘোষিত টিকিট ছাড়ার সময়-  

২৫ আগস্ট- ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ

৩০ আগস্ট- গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ

৩১ আগস্ট- চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ

১ সেপ্টেম্বর- ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ

২ সেপ্টেম্বর- বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ

৩ সেপ্টেম্বর- আহমেদাবাদে ভারতের ম্যাচ

১৫ সেপ্টেম্বর-সেমিফাইনাল ও ফাইনাল

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com