ওমরা করলেন করিম বেনজেমা


ক্রীড়া ডেস্ক , : 08-08-2023

ওমরা করলেন করিম বেনজেমা

ওমরা হজ পালন করেছেন ফ্রান্সের ফুটবল তারকা করিম বেনজেমা। সৌদি ফুটবল ক্লাব আল ইত্তিহাদে যোগদানের পর ওমরা করলেন তিনি। ওমরা পালনের সময় তিনি পবিত্র কাবা শরীফের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।

টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন ৩৫ বছর বয়সী এই তারকা  ফুটবলার। শেয়ার করার পরই তার ভক্ত ও অনুসারীরা তাকে অভিনন্দন জানান। সৌদি গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রিয়াদ মাদ্রিদের সাবেক এই তারকার জুলিতে রয়েছে ব্যালন ডি অর। সৌদি ফুটবল ক্লাব আল ইত্তিহাদে আগামী তিন বছর খেলবেন এই ফরাসি ফুটবলার। ক্লাবটি থেকে তিনি বছরে ২১৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাবেন। 

বেনজেমার মতো এক কিংবদন্তিকে নিজেদের ক্লাবে পেয়ে আল ইত্তিহাদও রোমাঞ্চিত। ক্লাবটির সভাপতি আনমার বিন আবদুল্লাহ আলহেইলে উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘বর্তমান ব্যালন ডি অর জয়ীকে কেনাটা ইত্তিহাদ ক্লাবের জন্য অনেক বড় এক মাইলফলক। করিম বেনজেমা ফুটবলের আইকন।’

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com