বলিউডে হালের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। ক্যারিয়ারে তার পালকে নতুন মুকুট যোগ হয়েছে। ১৪ তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (আইএফএফএম) সম্প্রতি অভিনেতাকে চলতি বছরের ‘রাইজিং গ্লোবাল সুপারস্টার’ মনোনীত করেছে। সেই উপলক্ষে পুরস্কৃত হবেন অভিনেতা। তার অভিনীত ছবি দিয়েই সেজে উঠবে ফেস্টিভ্যালের সিংহভাগ।
আগামী ১১ অগাস্ট মেলবোর্নে আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যালে কার্তিককে পুরস্কার তুলে দেবেন ভিক্টোরিয়ার গভর্নর। অনুষ্ঠানের মঞ্চে ছবি সমালোচক রাজীব মসন্দের সঙ্গে আলাপচারিতায় মাতবেন অভিনেতা। সূত্রের খবর- ফেস্টিভ্যালে অভিনেতার ‘সত্য প্রেম কী কথা’ ও ‘ভুলভুলাইয়া’ ছবি দুইটির স্ক্রিনিং হবে।
এ উপলক্ষে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, 'আমি এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য ভিক্টোরিয়ান সরকার এবং আয়োজকদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। ভারতীয় সিনেমায় কাজের জন্য এই স্বীকৃতি পাওয়াটা আমার কাছে ভীষণ সৌভাগ্যের। আমি সবসময় চলচ্চিত্রের মাধ্যমে গল্প বলার শক্তিতে বিশ্বাস করেছি। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার এই একটাই পথ। মেলবোর্নে সকলের সঙ্গে সিনেমার উদযাপনে মেতে ওঠার জন্য অপেক্ষায় আছি।'
এই প্রসঙ্গে ফেস্টিভ্যাল ডিরেক্টর মিতু ভৌমিক লাঞ্জে জানিয়েছেন, 'কার্তিক আরিয়ান এই মুহূর্তে ভীষণ জনপ্রিয়। ভারতে তো বটেই, অস্ট্রেলিয়াতেও। অভিনয় দিয়ে সকলের মন জয় করেছেন তিনি।'
ঢাকা বিজনেস/এন/