প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 14-07-2023

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খোয়ায় বাংলাদেশ দল। এবার দুই ম্যাচের টি-টোয়েন্টির প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।  

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-আফগানিস্তানে মুখোমুখি পরিসংখ্যানে আফগানরাই এগিয়ে। দুই দলের ৯ দেখায় ৬টিতেই জিতেছে আফগানরা। বাকি ৩ ম্যাচে জিতেছে বাংলাদেশ। তাই অতীত পরিসংখ্যান মাথায় নিতে নারাজ বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।

ঢাকা বিজনেস /এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com