মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সাইকেল র‍্যালি


সুনামগঞ্জ সংবাদদাতা , : 14-07-2023

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সাইকেল র‍্যালি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বাই সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে বেসরকারি উন্নয়নমূলক সংগঠন হাউস, ক্লিন ও বিডব্লিউজিইডি এর যৌথ উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালির শুরুতে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল ও নবায়নযোগ্য জ্বালানিতে শতভাগ বিনিয়োগের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে র‍্যালিটি হাওর বৃত্ত থেকে শুরু হয়ে বিশ্বম্ভরপুর উপজেলা সদরের হাওর বিলাসে গিয়ে শেষ হয়।

হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন সরকারী কলেজের প্রভাষক মশিউর রহমান ও সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করীম সাঈদ। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com