জাপানে প্রবল বর্ষণ, মৃত্যু ৬


আন্তর্জাতিক ডেস্ক , : 11-07-2023

জাপানে প্রবল বর্ষণ, মৃত্যু ৬

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই সপ্তাহের প্রবল বর্ষণে ৬ জনের মৃত্যু হয়েছে। এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

খবরে বলা হয়েছে, কিউশু অঞ্চলের কিছু অংশে সোমবার থেকে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতে বিভিন্ন নদীর পানি উপচে পড়ে এবং অনেক স্থানে ভূমি ধস হয়।

সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো মঙ্গলবার (১১ জুলাই) সাংবাদিকদের বলেন, ‌‘এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা অপর তিনজনের মৃত্যুর ঘটনার সঙ্গে এই দুর্যোগের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি-না তা তদন্ত করছেন।’

তিনি আরও বলেন, ‘বর্ষণ ও ভূমি ধসের ঘটনায় ৩ জন নিখোঁজ রয়েছেন এবং দু’জন সামান্য আঘাত পেয়েছেন।’

খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে, কিছু ট্রেন পরিষেবা বন্ধ এবং মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ দুর্যোগে ১৪০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’

ঢাকা বিজনেস/এইচ

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com