ঈদুল আজহায় ৬ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর


পঞ্চগড় সংবাদদাতা , : 26-06-2023

ঈদুল আজহায় ৬ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর। এ সময়ের মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সব প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, ইমিগ্রেশনে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

সোমবার (২৬ জুন) বাংলাবান্ধা কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আবদুল লতিফ তারিন বলেন, ‘বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই বন্দরের কার্যক্রম চালু হবে।’

যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা কাস্টম শুল্ক স্টেশন ও বাংলাবান্ধা আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, ইমিগ্রেশনে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।’ 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com