এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা


ক্রীড়া ডেস্ক , : 23-06-2023

এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হ্যারিসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। শুক্রবার (২৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির ক্রিকেট বোর্ড।

ঈদের ছুটির পর ৩ জুলাই থেকে দলগত অনুশীলন শুরু করবে ইমার্জিং এশিয়া কাপে অংশ নিতে যাওয়া পাকিস্তান ‘এ’ দল। ‘বি’ গ্রুপে পাকিস্তান দল প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতকে। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮টি দল। আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩  জুলাই। ১৪ জুলাই নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে পাকিস্তান দল। 

পাকিস্তান দল : মোহাম্মদ হ্যারিস (অধিনায়ক), ওমর বিন ইউসুফ, আমাদ বাট, আর্শাদ বাট, হাসবিউল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাসির খান, ওয়াসিম জুনিয়র, কাসিম আকরাম, শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহনেওয়াজ দাহানি, সুফিয়ান মুকেম, তৈয়ব তাহির। 

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com