টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি , : 22-06-2023

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রাজগোলাবাড়ী গ্রামের মো. আরজু (৫০) ও তার স্ত্রী সম্পা বেগম (৪৫)। ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

মিজানুর রহমান বলেন, 'দুপুরে স্বামী-স্ত্রী দুইজনে মোহাইল গ্রামে যুগীরগোপা নামের একটি দরগায় যান। সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রেল লাইন দিয়ে পার হচ্ছিলেন। এসময় রেল সেতু পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ নম্বর মেইল ট্রেনের নিচে তারা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাশ স্বজনরা নিয়ে গেছেন।

ঢাকা বিজনেস/নোমান/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com