ছাড়পত্র পেলো প্রিয়তমা


বিনোদন ডেস্ক , : 22-06-2023

ছাড়পত্র পেলো প্রিয়তমা

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আনকাট সেন্সর পেলো শাকিব খানের ‘প্রিয়তমা’। বুধবার (২১ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

নির্মাতা বলেন, 'গতকাল (মঙ্গলবার) সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম আমাদের প্রিয়তমা সিনেমা। আজ (বুধবার) সেন্সর হয়েছে। সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি নতুন শাকিব খানকে পর্দায় ঈদে দেখতে পারবেন সবাই।'

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

সিনেমাটিতে শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেকে।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com