প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারালো আর্জেন্টিনা


ক্রীড়া ডেস্ক , : 19-06-2023

প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারালো আর্জেন্টিনা

এশিয়া সফরে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে তারকা ফুটবলারদের ছাড়াই জয়ের দেখা পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডি মারিয়া-মেসিদের ছাড়াই ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে, প্রথম প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় মেসিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা আর্জেন্টিনা প্রথম সুযোগ পায় ২৮তম মিনিটে। ফাকুন্দো প্রতিপক্ষের রক্ষণকে বোকা বানিয়ে বাঁ পায়ে শটও নেন, কিন্তু গোললাইন থেকে সেভ করেন প্রতিপক্ষের ডিফেন্ডার উইলিয়াম টিও। ফিরতি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন আলভারেজ। তবে মিনিট দশেক পরেই এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন পারেদেস। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও বলের ছোঁয়া পাননি।

বিস্তারিত আসছে................



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com