জামিনে মুক্ত আমিশা


বিনোদন ডেস্ক , : 19-06-2023

জামিনে মুক্ত আমিশা

জামিনে মুক্ত হলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। আড়াই কোটি টাকা জালিয়াতির অভিযোগে দেড় বছর আগে তার বিরুদ্ধে মামলা করেছিলেন প্রযোজক অজয় কুমার সিংহ।

অভিযোগে উল্লেখ ছিল, ‘দেশি ম্যাজিক’ নামে একটি সিনেমা নির্মাণের কথা বলে আমিশা এই বিপুল অঙ্কের টাকা নিয়েছিলেন; কিন্তু সিনেমা নির্মাণ করেননি। এমনকি টাকা ফেরত চাওয়ার পর তিনি যে চেক দিয়েছিলেন, সেটিও বাউন্স হয়েছে।

এ নিয়ে বারবার সমন পাঠানো সত্ত্বেও আমিশা ও তার আইনজীবীর কেউই আদালতে হাজিরা দেননি। এমন আচরণে এক পর্যায়ে সমন জারি করেন রাঁচির সিভিল আদালত। যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি মুখ ঢাকা দিয়ে আদালতে হাজিরা দেন আমিশা। জামিনও পেয়ে যান। এদিকে দীর্ঘদিন পর ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে আমিশার নতুন ছবি ‘গদর-২’। এই সিনেমা দিয়ে রূপালি পর্দায় আবার হাজির হবেন এই অভিনেত্রী।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com