২৮ জুন সৌদিতে ঈদুল আজহা


আন্তর্জাতিক ডেস্ক , : 18-06-2023

২৮ জুন সৌদিতে ঈদুল আজহা

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ২৮ জুন (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। পবিত্র আরাফার দিনটি হবে ২৭ জুন। সংবাদমাধ্যম খালিজ টাইমসের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।  

হারামাইন শরিফাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১৯ জুন) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুয়াযী ৯ জিলহজ (২৭ জুন) ইয়াওমুল আরাফাত তথা আরাফাতের দিন। এই দিনই মূল হজ শুরু হবে। এরপর দিন তথা ১০ জিলহজ (২৮ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এর আগে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্যরা দেশটির আকাশে রোববার (১৮ জুন) সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করেন।

এ ছাড়া মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এই তিনটি দেশে ২৯ জুন ঈদ পালন করা হবে।

সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয় এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ওমানের একদিন পর বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ঈদ উদযাপন করা হয়।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

ঢাকা বিজনেস/এইচ

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com