ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিএসপিইউএ প্রতিনিধি দলের সাক্ষাৎ


স্টাফ রিপোর্টার , : 15-06-2023

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিএসপিইউএ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বেসরকারি শিক্ষকদের নিবন্ধিত সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)–এর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের  (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড.  কাজী শহীদুল্লাহ এবং সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

এদিকে, সরকার কর্তৃক দ্বিতীয়বার মনোনীত হওয়ায় ফুলের তোড়া দিয়ে ইউজিসি কার্যালয়ে তাদের অভিনন্দন জানায় প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (১৫ জুন) সংগঠনের গণমাধ্যম এবং গণযোগাযোগ সম্পাদক সহযোগী অধ্যাপক সালেহ মো. আরমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। প্রতিনিধি দলটি ইউজিসির চেয়ারম্যানকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। তারা বাংলাদেশ সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার ব্যাপারে ইউজিসিকে অগ্রণী ভূমিকার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিএসপিইউএ-কে এই বিষয়ে কার্যকর ভূমিকার ব্যাপারে অভিমত জ্ঞাপন করেন।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com