ট্রাব ‘বেস্ট ইয়াং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ হলেন ভিসতা এমডি আকাশ


স্টাফ রিপোর্টার , : 13-06-2023

ট্রাব  ‘বেস্ট ইয়াং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ হলেন ভিসতা এমডি  আকাশ

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) বিজনেস অ্যাওয়ার্ড ২০২৩-এ ‘বেস্ট ইয়াং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি  ভিসতার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. লোকমান হোসেন আকাশ।  

সোমবার (১২ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩’-অনুষ্ঠানে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক।

সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম।

অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩’-এর বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ‘বৈশ্বিক অর্থনীতিতে সুদৃঢ় অবস্থান ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনায় অতিথিরা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। 

ঢাকা বিজনেস/এম/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com