তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক , : 10-06-2023

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫ জন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে দেশটির  প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে ঘটনা ঘটেছে। 

আঙ্কারা প্রদেশের গভর্নর ভাহাপ সাহিন সাংবাদিকদের বলেন, কারিগরি কর্মীদের মতে রাসায়নিক পরীক্ষার ফলে কারখানার ডিনামাইট বিভাগে বিস্ফোরণ ঘটে। শাহিন আরও বলেন, ‘এতে দুর্ভাগ্যবশত পাঁচজন শ্রমিক মারা গেছে, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ 

 তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও পৃথক এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছে ‘ধ্বংসস্তূপের নিচে আরও পাঁচজন শ্রমিক ছিল, কিন্তু আমরা তাদের উদ্ধার করতে পেরেছি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, কারখানার আহত কর্মচারীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com