সন্দেহজনক লেনদেনে নজরদারি করা সম্ভব: বিআইবিএম


ঢাকা বিজনেস ডেস্ক , : 08-06-2023

সন্দেহজনক লেনদেনে নজরদারি করা সম্ভব: বিআইবিএম

অ্যান্টি মানি লন্ডারিং সফটওয়্যার চালু করার মাধ্যমে সন্দেহজনক লেনদেন নজরদারি করা সম্ভব। একইসঙ্গে ঝুঁকি নিরসন, গ্রাহকের কার্যক্রম মনিটরিংও সম্ভব।  বুধবার (৭ জুন) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

‘বৈদেশিক লেনদেন এবং বৈদেশিক লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধে করেসপনডেন্ট ব্যাংকের ভূমিকা’বিষয়ক গোলটেবিল বৈঠকে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ও পরিচালক (গবেষণা, উন্নয়ন ও কনসালট্যান্সি) ড. আশরাফ আল মামুন। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক ড. শাহ্ মো. আহসান হাবীব। 

গবেষণা প্রবন্ধে ব্যাংকগুলোকে আরো অধিকতর নিরাপত্তার জন্য কমপ্লায়েন্সের শর্ত পরিপালনের ওপর জোর দেওয়া হয়।

ঢাকা বিজনেস/এনই

   


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com