জন্মদিনে প্রেম নিবেদন সোনাক্ষীকে


বিনোদন ডেস্ক , : 03-06-2023

জন্মদিনে প্রেম নিবেদন সোনাক্ষীকে

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করেছেন অনেক আগেই। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘দাহাড়’। ইতোমধ্যে এই সিরিজ়ে তার অভিনয়ের প্রশংসা করছেন সবাই। 

এরই মধ্যে বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, সম্পর্কে রয়েছেন জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। যদিও দুই তারকার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। অভিনেত্রীর জন্মদিনেই প্রকাশ্যে প্রেম নিবেদন করলেন জহির। 

সামাজিক মাধ্যমেই একে অপরের প্রতি গভীর ভালোবাসার কথা স্বীকার করে নিলেন তারা। সোনাক্ষীর ৩৬তম জন্মদিনে অভিনেত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জহির লেখেন, ‘লোকে তো কত কথাই বলবে। তবে তুমি জানো যে আমার ওপর ভরসা করতে পারো। গোটা পৃথিবীটা দেখ তুমি। তুমিই সেরা, তোমার গর্জন চলতে থাকুক। আই লাভ ইউ।’

জহিরের এই সোজাসাপ্টা প্রশংসায় পাল্টা হৃদয়ের ইমোজি পাঠান সোনাক্ষীও। চলতি বছর সালমান খানের বোনের বাড়ির ঈদের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে সংবাদমাধ্যমের সামনে আসেন জহির-সোনাক্ষী। তার পর অভিনেত্রীর জন্মদিনের এমন প্রেমময় বার্তা।

সোনাক্ষী আর জহিরের বলিউডে অভিষেক ঘটে সালমান খানের হাত ধরে। ২০১০ সালে ‘দাবাং’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। অন্য দিকে, সালমানের প্রযোজনা সংস্থা এসকেএফের ব্যানারে ‘নোটবুক’ ছবিতে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন জহির।

সোনাক্ষী ও জহিরকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় ‘ব্লকবাস্টার’ মিউজিক ভিডিওতে ও ‘ডবল এক্সেল’ ছবিতে।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com