গাজীপুর নির্বাচনে ভোট পড়েছে ৪৮ দশমিক ৭৫ শতাংশ


গাজীপুর সংবাদদাতা , : 26-05-2023

গাজীপুর নির্বাচনে ভোট পড়েছে ৪৮ দশমিক ৭৫ শতাংশ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়েছেন জায়েদা খাতুন।

এবার এই সিটিতে মোট ভোটার ১১ লাখ ৮৯ হাজার ৪৬৩ জন। কিন্তু ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০ জনের, যা মোট ভোটের ৪৮ দশমিক ৭৫ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাতে রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানান।

২০১৮ সালের নির্বাচনে এই সিটিতে ভোট পড়েছিল ৫৮ শতাংশ, তার আগে ২০১৩ সালে ভোট পড়েছিল ৬৮ শতাংশ।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‌‘ইভিএম বুঝতে অসুবিধা হওয়ায় এবং লাইনে সিরিয়াল না মানায় ভোট কম পড়েছে।’

এর আগে, বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। 

বিজয়ী জায়েদা খাতুন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। এই সিটিতে তৃতীয়বারের মতো নির্বাচনে প্রথম কোনো স্বতন্ত্র প্রার্থী এবং প্রথম কোনো নারী প্রার্থী নগরমাতা হলেন।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com