যে কারণে পুঁজিবাজারে মূলধন বেড়েছে


মোহাম্মদ তারেকুজ্জামান , : 25-05-2023

যে কারণে পুঁজিবাজারে মূলধন বেড়েছে

দেশের পুঁজিবাজারে দিনকে দিন বিনিয়োগের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তারা বলছেন,  সদ্য বিদায়ী সপ্তাহে (২১ মে থেকে ২৫ মে)  বাজারে বিনিয়োগ বাড়ায় মূলধনও বেড়েছে।  তাদের মতে,  দেশের শেয়ারবাজার ভালোর দিকে যাচ্ছে। প্রতিনিয়তই বাজারে তারল্য বাড়ছে। ব্যাংকিং খাতও বিনিয়োগে এগিয়ে আসছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘদিন বিনিয়োগ না করে সাইডলাইনে বসে ছিল। কিন্তু তারাও এখন বাজারে বিনিয়োগ করতে শুরু করেছে। স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকেও শিগগিরই বাজারে বিনিয়োগ আসবে। 

সংশ্লিষ্টরা আরও বলছেন, বাজার নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে যে হতাশা ছিল, তা কমতে শুরু করেছে। যে কারণে তারা বিনিয়োগ বাড়িয়ে দিয়েছেন। যার ফলে বাজারমূলধন ও টার্নওভার বেড়েছে। এই খাতে  বিনিয়োগের বর্তমান ধারা অব্যাহত থাকলে বাজার আবারও সাধারণ বিনিয়োগকারীদের আশা-আকাঙ্ক্ষার স্থল হয়ে উঠবে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-সূত্রে জানা গেছে, গত সপ্তাহে (১৪ মে থেকে ১৮ মে) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ২৫৬ টাকা। সদ্য বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি ৯৬ লাখ ১ হাজার ৬৪৭ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯২২ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৩৯১ টাকা। 

এদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে মোট লেনদেন ছিল ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ৬৩৮ টাকা। আর বিদায়ী সপ্তাহে এসে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৮৪৮ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ২৪ দশমিক ৬৩ শতাংশ।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সদ্য বিদায়ী সপ্তাহের লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান সূচক (ডিএসইএক্স) গত সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে ৩৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে। অর্থাৎ ০ দশমিক ৫৬ শতাংশ সূচক বেড়েছে। ডিএসই শরিয়াহ্ সূচক (ডিএসইএস) গত সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে ২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে। আর ডিএস৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ২২ পয়েন্ট। ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ১৩ টি কোম্পানি লেনদেন অংশ নেয়নি। 

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৩৮ টাকা। আর বিদায়ী সপ্তাহে যা এসে দাঁড়িয়েছে ৯৫ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ৫২৬ টাকা। সপ্তাহের ব্যবধানে টার্নওভার বেড়েছে ২৭ কোটি ৯৩ লাখ ১১ হাজার ৪৮৮ টাকা। তবে সিএসইতে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সিএসই’র প্রধান সূচক (সিএসএসপিআই) গত সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে বেড়েছে ০ দশমিক ৫৮ শতাংশ, সিএসই৩০ সূচক কমেছে ০ দশমিক ২৮ শতাংশ, সিএসসিএক্স সূচক বেড়েছে ০ দশমিক ৫১ শতাংশ, সিএসই৫০ সূচক বেড়েছে ০ দশমিক ১৬ শতাংশ, সিএসআই সূচক বেড়েছে ০ দশমিক ০৬ শতাংশ এবং সিএসইএসএমইএক্স সূচক বেড়েছে ৩ দশমিক ৫৮ শতাংশ। 

সিএসইতে বিদায়ী সপ্তাহে মোট ৩১৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৯০ টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘বর্তমানে মার্কেট ভালো অবস্থায় আছে। নতুন নতুন বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করছনে। ফলে মূলধনের পাশাপাশি মোট লেনদেনেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। বিনিয়োগকারীদের বাজারে এই বিনিয়োগ যেন আগামীতেও অব্যাহত থাকে, আমরা সেটাই প্রত্যাশা করি।’

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক(এমডি) সাইফুর রহমান মজুমদার ঢাকা বিজনেসকে বলেন, ‘বাজারে নতুন নতুন বিনিয়োগ আসছে। বাজার নিয়ে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। যে কারণে সদ্য বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে টার্নওভারের পাশাপাশি মূলধনও বেড়েছে।’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ঢাকা বিজনেসকে বলেন, ‘বরাবরের মতো আমি এখনো বলি, ব্যাংকের বিনিয়োগ শিগগিরই আসবে। এছাড়া স্ট্যাবিলাইজেশনের বিনিয়োগও ১ থেকে ২ মাসের মধ্যে বাজারে চলে আসবে। এসব খবর বিনিয়োগকারীদের বাজারে বিনিয়োগে নতুন করে উৎসাহ দিচ্ছে।  ফলে বাজারে লেনদেনে তাদের অংশগ্রহণও বাড়ছে। 

ঢাকা বিজনেস/এনই/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com