বিমানবন্দর সড়কে সীমিত থাকবে যান চলাচল


স্টাফ রিপোর্টার , : 10-05-2023

বিমানবন্দর সড়কে সীমিত থাকবে যান চলাচল

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে বলে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ১২ মে রাত ১১টা থেকে পরদিন ১৩ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। 

বুধবার (৩ মে) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। 

এসময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। 

এর আগে, উড়াল সড়ক নির্মাণকাজের জন্য গত শুক্রবারও (৫ মে) রাত ১১টা থেকে শনিবার (৬ মে) সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়ক বাদ দিয়ে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেয় বেবিচক। 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com