মেসির সৌদি সফর, পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপড়েন সব মিলিয়ে পুরো বিশ্ব ফুটবল অনুরাগীদের মাঝে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা মেসি যাচ্ছে কি সৌদি আরবের ক্লাবে? অবশেষে এই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। পিএসজি ছেড়ে লিওনেল মেসি যোগ দিতে যাচ্ছেন সৌদি প্রো লিগে। মঙ্গলবার (৯ মে) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সৌদি আরবে মেসির যাওয়ার ব্যাপারে একটি চুক্তি ইতোপূর্বে সম্পন্ন হয়েছে। সৌদির ক্লাব আল-হিলালের সঙ্গে বিশ্বের অন্যতম এই সেরা ফুটবলার ৫২২ মিলিয়ন পাউন্ডে চুক্তি করেছেন। এই চুক্তির মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবার নতুন করে প্রতিদ্বন্দ্বীকে হিসেবে পেতে চলেছেন এই ফুটবল জাদুকর।
জানা গেছে, সৌদি আরবে মেসির সবশেষ সফরে তিনি চুক্তি সম্পন্ন করে এসেছেন। যদিও বর্তমানে তিনি পিএসজির সঙ্গে অনুশীলন করছেন। তার দুই সপ্তাহের নিষেধাজ্ঞাও কমিয়েছে পিএসজি। কিন্তু মৌসুম শেষে তিনি আর থাকছেন না ফ্রান্সে। আগামী জুনে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে।
অবশ্য মেসি চেয়েছিলেন ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত ইউরোপের বড় কোনো লিগে খেলতে। কিন্তু আর্থিক দিক দিয়ে পছন্দসই কোনো প্রস্তাব পাচ্ছিলেন না ইউরোপের কোনো ক্লাব থেকে। এ সময় আল হিলাল থেকে রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাবে সাড়া দিয়েছেন তিনি।
ঢাকা বিজনেস/এমএ