রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি, গ্রেপ্তার ২


বাগেরহাট সংবাদদাতা , : 30-04-2023

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি, গ্রেপ্তার ২

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া লৌহ সামগ্রীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (২৯ এপ্রিল) রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

রোববার (৩০ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা র‌্যাবের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক চোর চক্রের সদস্যরা হলেন- পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকার কালাম প্রামানিকের ছেলে বিপ্লব হোসনের (১৯) ও খুলনা সদর থানার দিলখোলা এলাকার দুলাল শেখের ছেলে মেহেদী হাসান শান্ত (২৩)। এ সময় তাদের কাছ থেকে ৫৪৯৫ কেজি লোহা, ৫০ কেজি তামার তার এবং চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, গত ২৮ এপ্রিল রাতে রামপাল থানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত ৫ হাজার ৫ শত কেজির মতো মূল্যবান লৌহসামগ্রী চুরি হয়। পরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানির সিকিউরিটি ইনচার্জ র‌্যাব-৬ বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল তদন্ত শুরু করে এবং ২৯ এপ্রিল রাতে মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করে। মালামালের বাজার মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানির সিকিউরিটি ইনচার্জ মনিরুল ইসলাম বাদী হয়ে ফকিরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বাপ্পা/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com