বাগেরহাটে গৃহবধূ ও বৃদ্ধের লাশ উদ্ধার


বাগেরহাট প্রতিনিধি , : 15-04-2023

বাগেরহাটে গৃহবধূ ও বৃদ্ধের লাশ উদ্ধার

বাগেরহাটে পৃথক পৃথক স্থান থেকে এক গৃহবধু ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) বাগেরহাট সদর থানার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে অনিতা রানী পাল ও রামপাল উপজেলার গোনাবেলাই গ্রাম থেকে সূর্যকান্ত মণ্ডলের লাশ উদ্ধার করা হয়। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক ইন্সপেক্টর এস.এম. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সূর্যকান্ত মণ্ডল রামপাল উপজেলার গোনাবেলাই গ্রামে শংকর মণ্ডলের বাবা ও অনিতা রানী পাল মির্জাপুর গ্রামের রিপন কুমার পালের স্ত্রী।

আশরাফুল আলম জানান,  মির্জাপুর গ্রামের রিপন কুমার পালের সিঁড়ি ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে তার স্ত্রী অনিতা রানী পাল। আর  রামপাল থানার গোনাবেলাই গ্রামের শংকর মণ্ডলের বাবা সূর্যকান্ত মণ্ডল বাড়ি থেকে উত্তর-পশ্চিম দিকে সুনীল মণ্ডলের বাড়ির যাওয়ার পথে তেঁতুল গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

ঢাকা বিজনেস/বাপ্পা/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com