ছেলেকে নিয়ে প্রাসাদে সোনম


বিনোদন ডেস্ক , : 12-04-2023

ছেলেকে নিয়ে প্রাসাদে সোনম

বলিউডের জনপ্রিয় তারকা সোনম কাপুর। বর্তমানে শোবিজ থেকে তিনি অনেকটাই দূরে। স্বামী সন্তান নিয়েই দিন কাটান তিনি। সন্তান জন্মের পর দীর্ঘদিন মুম্বাইতেই ছিলেন এই অভিনেত্রী। ছেলের জন্য রাজকীয় প্রাসাদ সাজিয়েছেন। এবার ছেলেকে নিয়ে দিল্লির সেই বাংলোতে উঠেছেন সোনম-আনন্দ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই বাংলোর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোনম। যার মূল্য জানলে বিস্মিত হতে পারেন অনেকেই। দিল্লির অভিজাত এলাকা পৃথ্বীরাজ রোডে ৩১৭০ বর্গফুটের এই বাংলোটি কিনেছেন সোনম-আনন্দ। সুবিশাল ঘর, বাড়ির ভেতরেই বাগান। জিমের সুবিধাও রয়েছে।

সেই সঙ্গে প্রায় ২৫ জন বসার মতো বিশালাকার একটি টেবিল রয়েছে অভিনেত্রীর বৈঠকখানায়। এক কথায় বলতে গেলে, সোনমের দিল্লির এই বাড়িটি কোনো রাজকীয় প্রাসাদের তুলনায় কম নয়। এই বাড়ির মূল্য প্রায় ১৭৩ কোটি টাকা। সূত্র: আনন্দবাজার

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com