বিশ্বের প্রথম শারীরিক প্রতিবন্ধি মহাকাশচারী (অ্যাস্ট্রোনট) হলেন সাবেক ব্রিটিশ প্যারালিম্পিক অ্যাথলেট জন ম্যাকফল।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বুধবার (২৩ নভেম্বর) ম্যাকফলকে অ্যাস্ট্রোনট হিসেবে নিয়োগ দেয়।
মহাকাশ
অভিযানে শারীরিক প্রতিবন্ধীদের নিয়োগের ব্যাপারে প্রচলিত বাধা ভাঙতেই এই
উদ্যোগ নিয়েছে ইএসএ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের বৃহস্পতিবার
(২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ইএসএ
এর পক্ষ থেকে এক নতুন স্পেস প্রোগ্রাম ডেভেলপ করা হচ্ছে, যেখানে
বিশেষায়িত স্পেস গিয়ার বানানো হবে। শারীরিক প্রতিবন্ধিদের ভবিষ্যৎ মহাকাশ
অভিযানে পাঠানোর জন্য বানানো হবে এসব গিয়ার।
এ
ছাড়াও, ইএসএ এর পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যারা নতুন নিয়োগ
পেয়েছেন তারা কোনো মিশন আসার আগ পর্যন্ত তাদের নিয়মিত পেশায় কাজ করতে
পারবেন।
ঢাকা বিজনেস/এ/এম