দ্বিতীয় ইনিংসে টাইগারদের স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড


ঢাকা বিজনেস ডেস্ক , : 05-04-2023

দ্বিতীয় ইনিংসে টাইগারদের স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড

মিরপুরে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৪ উইকেট শিকার করে স্বস্তিতে দিন শেষে করেছে বাংলাদেশ।  নিজেদের প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হলে আইরিশদের থেকে ১৫৫ রানে এগিয়ে থাকে বাংলাদেশ। লিড তাড়া করতে নেমে সাকিব-তাইজুলের স্পিন ঘূর্ণিতে দিশেহারা আয়ারল্যান্ড টপ অর্ডার। 

বুধবার (৫ এপ্রিল) দিনের প্রতিটা সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ব্যাটে বলে সমানভাবে সফল টাইগাররা ব্যাটিংয়ে সাকিব-মুশফিকুরের-মিরাজ এবং বোলিংয়ে  সাকিব-তাইজুলের বিধ্বংসী স্পিন।

ইনিংস পরাজয় এড়াতে  বৃহস্পতিবার আইরিশদের প্রয়োজন আরও ১২৮ রান। ইনিংস জয়ের জন্য টাইগারদের দরকার ৬ উইকেট।

১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে  ইনিংসের প্রথম ওভারে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন জেমন ম্যাককুলাম। সাকিবের পর জোড়া আঘাত হানেন তাইজুল। তাইজুলের অব স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি শার্প টার্নে ঢুকছিল স্টাম্পের দিকে। ব্যাট নামাতে দেরি করেন কমিন্স। বল আঘাত হানে প্যাডে। জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com