বড় সংগ্রহের পথে বাংলাদেশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 05-04-2023

বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মুশফিকুর রহিমের শতক ও সাকিব আল হাসনেরর অর্ধশতক রানের ওপর ভর করে বড় সংগ্রহের পথে টিম টাইগার। ঢাকা টেস্টর দ্বিতীয় দিনে সকালে ব্যাট করতে নেমে মমিনুলের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। 

তবে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ১৫৯ রানের জুটিতে বাংলাদেশ শুভ সূচনা পায়। দীর্ঘস্থায়ী হয়নি চাপ মুশফিক তুলে নেয় ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি ও সাকিব আল হাসান করেন ক্যারিয়ারের ৩১ তম হাফসেঞ্চুরি।

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে চলা কালে রির্পোট করা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৬১ রান ও লিড ১৪৭ রান । ৬৬ বলে অর্ধশতক করে অপরাজিত রয়েছেন মেহেদি হাসান মিরাজ। 

এদিন টাইগারদের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেছেন মুশফিকুর রহিম ও আয়ারল্যন্ডের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন ডানহাতি স্পিন বোলার অ্যান্ড্রু ম্যাকব্রায়ান ।

ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com