চুয়াডাঙ্গায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা


চুয়াডাঙ্গা প্রতিনিধি , : 04-04-2023

চুয়াডাঙ্গায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) শহরের বড়বাজার ও নিউ মার্কেট এলাকায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।  এই প্রসঙ্গে  জেলা প্রশাসক বলেন, ‘বাজার ঘুরে দেখলাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনো সংকট নেই। ব্যবসায়ীরা যেন কৃত্রিমভাবে কোনো সংকট সৃষ্টি করে অধিক মুনাফা করতে না পারেন, সেদিকে আমরা লক্ষ রাখছি। রমজান ও ঈদকে কেন্দ্র করে যেন কোনো অসাধু ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করতে পারেন, সেজন্য বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হচ্ছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল ও সরবারহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি নিয়মিত চলবে।’

জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম জানান, অভিযানে মাছ, মাংস (মুরগি, গরু, খাসি) ভোজ্য তেল, চিনি, খেজুর, চাল, সব ধরনের সবজি, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে তদারকি করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শিত আছে কি না, ক্রয়-বিক্রয় ভাউচার মজুদ আছে কি না এবং পণ্য সরবরাহ পরিস্থিতি কেমন আছে,তা তদারকি করা হয়। কিছু কিছু দোকনে বা প্রতিষ্ঠানে গরমিল পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।

ঢাকা বিজনেস/মিজান/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com