সিনেমায় অভিনয় করতে চান মৌ


বিনোদন ডেস্ক , : 04-04-2023

সিনেমায় অভিনয় করতে চান মৌ

দেশের জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। দীর্ঘ ৩৪ বছর ধরে মডেলিংয়ে শীর্ষস্থানে নিজেকে ধরে রেখেছেন তিনি। ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত  তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। কীভাবে এত বছর নিজেকে শীর্ষস্থানে ধরে রেখেছেন, সেই গল্প নিয়েই আসছেন ‘রাঙা সকাল’ নামে একটি টিভি অনুষ্ঠানে। 

১৯৯৫ সালে প্রথম নাটকে অভিনয় করেন তিনি। মডেল আর অভিনেত্রীর বাইরেও তার আরেকটি পরিচয় আছে। একজন নামকরা নৃত্যশিল্পী তিনি। বাবা সঙ্গীতশিল্পী হওয়ার সুবাদে ছোটবেলায় গানের চর্চাও করতেন মৌ। সিনেমায়ও প্রস্তাব পেলেও অভিনয় করেননি। 

সিনেমায় কাজ করা প্রসঙ্গে নুষ্ঠানে সাক্ষাৎকার পর্বে তিনি বলেন, ‘আমি যে ধরনের সিনেমা করতে চাই, সে ধরনের সিনেমা তখন অতটা হতো না। তবে এখন হচ্ছে। গল্পপ্রধান, অভিনয় করার মতো চরিত্র পেলে অবশ্যই এখন সিনেমায় কাজ করব।’ 

অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন সকাল ৭টায় প্রচার হবে। এটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com