রমজান উপলক্ষে দীপ্ত টিভির সামাজিক সচেতনতামূলক নাটকে এবার দেখা যাচ্ছে রাফা নাঈমকে। এর আগে তিনি টিভিসিসহ বড় পর্দায়ও অভিনয় করেছেন। পেশাগত জীবনে কাজ করছেন দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতায়।
তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘ফাঁকা মাঠে গোল’, ‘শ্বশুর বাড়ি মধুর হাড়ি’, ‘রোমান্টিক বাড়িওয়ালা’, প্রডাকশন নাম্বার ৮’, ডোর টু ডোর’, কয়েদি নাম্বার ৩৭০’, ‘বৃদ্ধাশ্রম’ ও লাল-নীল-বেগুনি’সহ আরও অনেক।
দীপ্ত টিভিতে প্রতিদিন দুপুর ২টা ১৫মিনিটে প্রচারিত নাটকের মধ্যে রয়েছে- কেউ কারো নয় এবং উচিৎ শিক্ষা। নাটকগুলো পুনঃপ্রচার হয় ভোর ৪টায়। নাটকগুলো রচনা করেছেন বর জাহান হোসেন। পরিচালনা করেছেন রুস্তম আলী ও মিলন চিশতী।
সচেতনতামূলক এই নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে রাফা নাঈম বলেন, ‘আমাদের অভিনীত প্রতিটি নাটকে সামাজিক সচেতনতামূলক মেসেজ দেওয়া হচ্ছে। প্রতিটি গল্পই অনেক চমৎকার। আমার খুবই ভালো লেগেছে। গল্পে সাময়িক বিষয়গুলো উঠে এসেছে। এই ধরনের নাটকে গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে।’
রাফা নাঈম ছাড়াও নাটকগুলোতে অভিনয় করেছেন দিলারা জামান, আব্দুল্লাহ রানা, ঝুনা চৌধুরী, আমিন আজাদ, সূচনা সিকদার, এসএম কামরুল বাহার, নওরিন, হাসিমুন, রেশমা মাহমুদসহ আরও অনেকে।
ঢাকা বিজনেস/এইচ