মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে আগুনে মৃত্যু ৪০


আন্তর্জাতিক ডেস্ক , : 29-03-2023

মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে আগুনে মৃত্যু ৪০

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি অভিবাসী আটক কেন্দ্রে আগুন লেগে অন্তত ৪০ জন মারা গেছেন। এতে আরও ২৮ জন আহত হয়েছেন। বুধবার (২৯ মার্চ) দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এর আগে দেশটির সিউদাদ জুয়ারেজ শহরে অবস্থিত ন্যাশনাল মাইগ্রেশান ইনস্টিটিউটে (আইএনএম) সোমবার (২৭ মার্চ) এ আগুন লাগে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮ জন অভিবাসন প্রত্যাশীকে ধরে আইএনএম কেন্দ্রে এনে একটি সর্বোচ্চ ৫০ জনের ধারণক্ষমতা সম্পন্ন কক্ষে রাখা হয়। এসময় অগ্নিকাণ্ড ঘটে। এসময় ৪০ জন মারা যান এবং ২৮ জন আহত হন। আহদের হাসপাতালে ভর্তি করা হয়।  

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাদর বলেছেন, অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হবে এই আশঙ্কায় তারা বিক্ষোভ শুরু করে। ধারণা করা হচ্ছে একপর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়।

সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা প্রতিবাদ হিসেবে দরোজায় ম্যাট জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ থেকে যে ভয়ঙ্কর ট্রাজেডি ঘটে যাবে তা কল্পনাও করা হয়নি। ওই আটককেন্দ্রের অধিকাংশ অভিবাসী মধ্য আমেরিকা ও ভেনেজুয়েলার।’ 

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com