গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস


ঢাকা বিজনেস ডেস্ক , : 26-03-2023

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে সার্চ ইঞ্জিন গুগল প্রকাশ করেছে বিশেষ ডুডল। বাংলাদেশ থেকে গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে লাল-সবুজ পতাকাসংবলিত বিশেষ ডুডলটি। শনিবার (২৫ মার্চ) রাত ১২টার পর থেকে এই ডুডল চালু হয়েছে।

ডুডলের ওপর ট্যাপ করলে ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস’ দেখা যাচ্ছে। পাশাপাশি উড্ডীয়মান লাল-সবুজ পতাকাও দেখা যাচ্ছে। পাশেই লেখা রয়েছে ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের বার্ষিক স্বাধীনতা দিবস ডুডলে আকাশে উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হয়েছে।’

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন ও আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে গুগলের লোগোর পরিবর্তে প্রাসঙ্গিক নকশার যে লোগো তৈরি করে থাকে সার্চ ইঞ্জিনটি, তাকেই ডুডল বলা হয়।  

ঢাকা বিজনেস/এনই/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com