সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৫


ঢাকা বিজনেস ডেস্ক , : 14-03-2023

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৫

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে  আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া একজন আঞ্চলিক গভর্নরসহ ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) এই হামলা আত্মঘাতী হামলা চালানো হয়।  স্থানীয় পুলিশ কমান্ডার হুসেন আদানের বরাত দিয়ে ফরাসি গণমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানান। 

হুসেন আদানের রবাত দিয়ে প্রতিবেদনে বলা হয়ে, রাজধানী মোগাদিশু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে বারডেরায় সরকারি কর্মকর্তাদের জড় হওয়া একটি গেস্ট হাউসে বিস্ফোরণ ঘটায়।  

আদান বলেন, ‘বিস্ফোরণে ভবনের  বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হন।’ তিনি আরও বলেন, ‘গভর্নর আহমেদ বুলে গারেদসহ ১১ জন আহত হয়েছেন।’ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com