আবারও হাসপাতালে নাদিয়া


বিনোদন ডেস্ক , : 14-03-2023

আবারও হাসপাতালে নাদিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সোমবার (১৩ মার্চ) রাতে অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।’ তবে অসুস্থতার কারণ এখনও জানা যায়নি।

এর আগে, গত ১৭ জানুয়ারি রাতে গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন নাদিয়াকে। হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, ‘হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান নাদিয়া। এরপর নাটকে অভিনয় করেন। সম্প্রতি কলকাতায় ‘সুনেত্রা সুন্দরতম’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন। এর আগে তিনটি সিনেমায় তাকে দেখা গেছে।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com