গুলিস্তানে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড


স্টাফ রিপোর্টার , : 09-03-2023

গুলিস্তানে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হক বলেন, ‘সিদ্দিকবাজারে আহতদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। তাদের চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে ৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন আছেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বার্নে ৯ জন ভর্তি আছেন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আমরা আহত ব্যক্তিদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছি।’

উল্লেখ্য, ৭ মার্চ বিকাল পৌনে ৫টার দিকে এই ভবনের বেজমেন্টে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। ধারণা করা হচ্ছে ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি এখনো।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com