বইমেলায় পাওয়া যাচ্ছে মুমতা হেনার ‘উপাখ্যান’


ঢাকা বিজনেস ডেস্ক , : 09-02-2023

বইমেলায় পাওয়া যাচ্ছে মুমতা হেনার ‘উপাখ্যান’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে মুমতা হেনার কাব্যগ্রন্থ ‘উপাখ্যান’। চারু সাহিত্যাঙ্গন থেকে প্রকাশিত বইটি ৫৪৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

প্রকাশক বলেন, বইতে ২৫টি কবিতা রয়েছে। তার কবিতায় সমসাময়িক বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তবে একজন কবি হিসেবে তার সবটুকু দিয়ে লেখার চেষ্টা করেছেন। তার কবিতায় হৃদয় স্পর্শ করা প্রেম, ভালোবাসা, বিরহ, যন্ত্রণা ঠাঁই পেয়েছে। 

মুমতা হেনার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম ছাব্বিশ পাড়া গ্রামে। তবে তিনি ২০০১ সালের ২৫ আগস্ট পুরাতন ঢাকার শ্রী দাস লেনে জন্মগ্রহণ করেন। তারা দুই ভাই এক বোন। তিনি সবার ছোট।

তার কবিতা এখন পর্যন্ত দশেরও অধিক কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। এ ছাড়াও তিনি পত্র-পত্রিকায় নিয়মিত কলাম ও ফিচার লেখেন। লেখালেখির পাশাপাশি তার অন্যতম শখ ডাকটিকেট, দেশি-বিদেশি বিভিন্ন মুদ্রা সংগ্রহ করা। 

তিনি ২০২০ সালে ভারত-বাংলাদেশ সাহিত্য পরিষদ পদক, হাসন রাজা সাহিত্য পদকসহ বেশ কিছু পুরস্কার অর্জন করেন। তার ইচ্ছা সাহিত্যের ভুবনেই বিচরণ করা।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com