টাইব্রেকারে বাজিমাত; কোয়ার্টার ফাইনালে রিয়াল


ক্রীড়া ডেস্ক , : 13-03-2025

টাইব্রেকারে বাজিমাত; কোয়ার্টার ফাইনালে রিয়াল

৭০ মিনিটেই ম্যাচের নিষ্পত্তি অনেকটা হয়ে যেতে পারত। জুদ বেলিংহ্যামের লম্বা পাস ধরে দুই বাঁকে দুই ডিফেন্ডারের ফাঁক গলে ডি বক্সে ঢুকে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, সেখান থেকে যে কারো জন্য গোল পাওয়া ডালভাত। নিশ্চিত গোলের হাত থেকে বাঁচতেই কি না এমবাপ্পেকে ফেলে দেন লেংলেট। ফলস্বরূপ পেনাল্টি উপহার পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

প্রথম মিনিটেই গোল হজম করা রিয়াল মাদ্রিদের হয়ে পেনাল্টি কে নেবেন? ভিনিসিউস জুনিয়র, নিয়মিত তিনিই নিয়ে থাকেন। আজ কী যেন হয়ে গিয়েছিল তার, বল উড়িয়ে মারলেন আকাশে। হতাশ ভিনিকে এগিয়ে এসে সান্ত্বনা দেন বেলিংহ্যাম। ভিনির এই ভুলের জন্য ম্যাচের বয়স বেড়ে দাঁড়াল আরও ৩০ মিনিট। অতিরিক্ত সময়েও গোলের দেখা নেই।

ম্যাচের ফলের জন্য নির্ভর করতে হলো টাইব্রেকারে। প্রথম শট নিতে গেলেন রিয়ালকে পেনাল্টি পাইয়ে দেওয়া এমবাপ্পে। অব্যর্থ নিশানায়  বল জালে পাঠান তিনি। অ্যাতলেটিকোর আলেজান্ডার সরলথও তাই। এরপর জুদে বেলিংহ্যাম জালের দেখা পেলেও মিস করে বসেন অ্যাতলেটিকোর আর্জেন্টাইন ফুটবলার হুলিয়ান আলভারেজ। পরে ফেদে ভালভার্দে গোল, পান অ্যাঞ্জেল কোরেয়াও। লুকাস ভাসকেজ ও মার্কোস লরেন্তে দুজনই মিস করেন। কিন্তু অ্যান্টোনিও রুডিগার শেষ শট নিতে গিয়ে কোনো ভুল করেননি, যদিও তার শট ইয়ান ওবলাকের হাতে লেগে জালে ঢুকে।

টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে জিতেছে। প্রথম লেগে ২-১ গোলে জয়ের পর আজকের লেগে ১-০ গোলে হেরেছে। অ্যাতলেটিকোর একমাত্র গোলটি কনর গ্যালাঘারের।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com