বাংলাদেশে প্রথমবারের মতো বৈধপথে রেমিটেন্স আনতে শুরু হলো তিন প্রতিষ্ঠানের যৌথ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের প্রধান দুই লক্ষ্য, আরও বেশি রেমিটেন্স আনা এবং বৈধপথে রেমিটেন্স আনতে উৎসাহিত করা।
প্রথমবারের মতো দেশব্যাপী বৃহৎ এ ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংক, ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড ও ওয়েস্টার্ন ইউনিয়ন।
এ ক্যাম্পেইনের আওতায় ওয়েষ্টার্ন ইউনিয়ন এবং সোনালী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স উত্তোলনে গ্রাহকদের দেয়া হবে পুরষ্কার। দুই ঈদে দু’বার করে এবং ঈদের বাইরে প্রতিমাসে একবার করে দেয়া হবে পুরষ্কারগুলো। প্রতিমাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী পাবেন ভিসতা ৪৩ ইঞ্চি গুগল টিভি বা ফোরকে অ্যান্ড্রয়েড টিভি। এছাড়া প্রতিমাসে লটারির মাধ্যমে প্রথম পুরষ্কার দেয়া হবে ভিসতা ২২৮ লিটারের ফ্রিজ বা রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরষ্কার থাকবে একটি ভিসতা মিক্সার গ্রাইন্ডার, তৃতীয় পুরষ্কার একটি ভিসতা রাইস কুকার।
ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানটি হয় মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। সেসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সুভাস চন্দ্র দাস, ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান সামছুল আলম, পরিচালক উদয় হাকিম, ওয়েস্টার্ন ইউনিয়ন এর হেড অব অপারেশন শিহাবুল হাসান, বিজনেস হেড তৌহিদুর রহমান, সিনিয়র মার্কেটার তানভির হাসান খান। সোনালী ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন জিএম নূরুন নবী, ডিজিএম হাফিজুর রহমান, মোহাম্মদ ইসমাইল, এজিএম আজিজুর রহমান মোল্লা প্রমূখ।
রেমিটেন্স আনতে তিনটি বড় প্রতিষ্ঠানের যৌথ ক্যাম্পেইন বাংলাদেশে এটাই প্রথম। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। দেশজুড়ে সোনালী ব্যাংকের প্রতিটি শাখা এই কার্যক্র্রেমের আওতাভূক্ত। এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতিটি অফিস এবং ভিসতা’র প্রতিটি আউটলেটে এ বিষয়ে প্রচার কার্যক্রম চালানো হবে। বিশেষ করে সোনালী ব্যাংকের প্রতিটি শাখায় পোস্টার, ব্যানার, এক্সস্ট্যান্ড প্রদর্শিত হবে। লটারি কার্যক্রমের সঙ্গে সোনালী ব্যাংকের শাখাগুলো যুক্ত থাকবে।