ইরানের অর্থমন্ত্রী বরখাস্ত


ঢাকা বিজনেস ডেস্ক , : 03-03-2025

ইরানের অর্থমন্ত্রী বরখাস্ত

ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। মুদ্রার অবমূল্যায়ন, মূল্যস্ফীতির উর্ধ্বগতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে সংসদে আনা অনাস্থা প্রস্তাবে ১৮২ জন সংসদ সদস্যের সমর্থনে তিনি পদচ্যুত হন। খবর: রয়টার্স, আল জাজিরা

হেম্মতির বরখাস্তের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমেছে। বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা আট মাস আগের তুলনায় প্রায় অর্ধেক।

সংসদ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হেম্মতিকে সমর্থন জানিয়ে বলেন, আমরা অর্থনৈতিক যুদ্ধে আছি, এক ব্যক্তির ওপর দোষ চাপিয়ে এর সমাধান সম্ভব নয়।

তবে কট্টরপন্থী সংসদ সদস্যদের অভিযোগ, হেম্মতি কৌশলগতভাবে মুদ্রার অবমূল্যায়ন করে বাজেট ঘাটতি পূরণের চেষ্টা করেছেন, যা অর্থনীতির জন্য ক্ষতিকর। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com