বসন্ত এসেছে, আমি আবার হেসেছি,
রঙিন পলাশে মন রাঙিয়ে নিয়েছি।
শিশির ভেজা ঘাসে পা রাখতেই,
মনে হলো, সব দুঃখ মুছে গিয়েছে।
হলুদ শাড়িতে বসন্তের গান,
দোলনচাঁপার সুবাসে মৃদু আহ্বান।
মিষ্টি রোদে, কোকিলের সুরে,
ভুলে গেছি ব্যথা, ভুলে গেছি ক্ষত পুরে।
বসন্ত যেন তারই রূপ ধরে আসে,
মনের বাগানে সে ফুল হয়ে হাসে।
কখনো বাতাসে আলতো পরশ,
কখনো সে ঝরা পাতার স্পর্শ।
পথের ধুলো আজ সোনালি হয়ে গেছে,
হৃদয়ের আকাশ রঙিন রূপ নিয়েছে।
গাছে গাছে নতুন পাতা,
নতুন স্বপ্নের রঙে হৃদয়টা মাতোয়ারা।
তবু কোথাও একটুখানি হাহাকার,
হারানো দিনের টুকরো কিছু খবর।
কিন্তু বসন্তের ছোঁয়ায় সব মুছে যায়,
আবার নতুন করে বাঁচার গান গায়।
বসন্ত এসেছে, আমি আবার হেসেছি,
স্মৃতির পাতায় সুখ খুঁজে নিয়েছি!