ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ১৮ লাশ উদ্ধার


ঢাকা বিজনেস ডেস্ক , : 30-01-2025

ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ১৮ লাশ  উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে একটি বিমানের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিবিএস নিউজের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দল ১৮ জনের মৃরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে শীঘ্রই সংবাদ সম্মেলন করা হবে।

দেশটির কর্মকর্তারা জানান, বুধবার রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জানান, এ ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন তা তিনি জানাননি।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি জেট রিগ্যানের দিকে যাওয়ার সময় মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানটিতে অন্তত ৬৫ জন যাত্রী ছিলেন।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com