গ্রিনল্যান্ডের বাসিন্দারা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকতে চায়: ট্রাম্প


ঢাকা বিজনেস ডেস্ক , : 26-01-2025

গ্রিনল্যান্ডের বাসিন্দারা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকতে চায়: ট্রাম্প

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে পারবে বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়াও স্বায়ত্তশাসিত দ্বীপটির ৫৭ হাজার বাসিন্দা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকতে চায় বলেও মন্তব্য করেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট। খবর: বিবিসি

স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে গ্রিনল্যান্ডের প্রসঙ্গে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মনে করি আমরা এটি পেতে যাচ্ছি।  দ্বীপের ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি আসলে জানি না ডেনমার্কের এর ওপর কী দাবি আছে, তবে যদি তারা এটি ঘটতে না দেয় (যুক্তরাষ্ট্রের মালিকানা পাওয়া) এটি অত্যন্ত ‘অ-বন্ধুত্বপূর্ণ’ কাজ হবে। কারণ স্বাধীন বিশ্বের সুরক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ। ’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, গ্রিনল্যান্ড আমরা পাব কারণ এটি বিশ্বের স্বাধীনতার সঙ্গেথে সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে এর আর কোনও সম্পর্ক নেই।  কেবল আমরাই স্বাধীনতা দিতে পারি। তারা পারে না।’

ক্ষমতা গ্রহণের আগে থেকেই গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও গ্রিনল্যান্ড ও ডেনমার্ক উভয় প্রধানমন্ত্রীই বারবার বলে আসছেন, ‘দ্বীপটি বিক্রির জন্য নয়’। এমনকি গত সপ্তাহেও ডেনিশ ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকস ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জোর দিয়ে পুনরায় ব্যক্ত করেন যে,  ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com