বইমেলায় আসছে শান্তর ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’ কাব্যগ্রন্থ


ঢাকা বিজনেস ডেস্ক , : 04-02-2023

বইমেলায় আসছে শান্তর ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’ কাব্যগ্রন্থ

অমর একুশে বইমেলায় আসছে কবি সাজেদুর আবেদীন শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা পাতা প্রকাশ। প্রচ্ছদ করেছেন মনিরা আক্তার।

কাব্যগ্রন্থ সম্পর্কে সাজেদুর আবেদীন শান্ত বলেন, ‘প্রথম কবিতার বইয়ে ভালো সাড়া পেয়েছিলাম। অনেক গুণীজন বইটি পড়েছেন এবং আলোচনা করেছেন। সেই সাহস নিয়েই আবার দ্বিতীয় বই করা। আশাকরি প্রথম বইয়ের মতো এই বইও পাঠক নন্দিত হবে এবং পাঠকরা নতুন কিছু পাবেন।’

সাজেদুর আবেদীন শান্ত একাধারে কবি, ফ্রিল্যান্সার সাংবাদিক, লেখক, আলোকচিত্রী ও সামাজিক সংগঠক। তিনি ১ ফেব্রুয়ারি গাইবান্ধার সাঘাটা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন দৈনিক পত্রিকার ফিচার প্রদায়ক হিসেবে কাজ করছেন। সাংবাদিকতায় তার যাত্রা শুরু একটি অনলাইন নিউজ পোর্টালে লেখালেখির মাধ্যমে। এরপর স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন তিনি। 

তিনি মূলত জনজীবন, প্রকৃতি, উদ্যোক্তা, করপোরেট ব্যক্তিত্ব, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, গ্রামীণ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ফিচার লেখেন।

শৈশবে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা। এরপর বগুড়ার স্থানীয় দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় নিয়মিত কবিতা লিখতেন। বর্তমানে তিনি দেশের জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প ও কলাম লেখেন। 

তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ ২০২১ সালের বই মেলায় প্রকাশ হয়। এ ছাড়াও, তিনি নিয়মিত সম্পাদনা করেন শিল্প সাহিত্যের সাময়িকী ‘উন্মেষ’।

ফিচার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ‘প্রভাতের আলো তরুণ সংঘ সম্মাননা (২০২২)’ লাভ করেন।

ঢাকা বিজনেস/এইচ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com