কর্মচাঞ্চল্য বেড়েছে ইউনিয়ন ব্যাংকে


ঢাকা বিজনেস ডেস্ক , : 01-01-2025

কর্মচাঞ্চল্য বেড়েছে ইউনিয়ন ব্যাংকে

বাংলাদেশ ব্যাংকের সুপরিকল্পনা ও ব্যাংকের কর্মীবাহিনীর পরিশ্রমের ফলে গ্রাহকদের সরব উপস্থিতি ইউনিয়ন ব্যাংকে কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। এতে প্রতীয়মান হচ্ছে, ইউনিয়ন ব্যাংক গ্রাহক ও সর্বস্তরের জনগণের আস্থার প্রতিদান দিয়ে সফলভাবে ঘুরে দাঁড়াচ্ছে।

ইউনিয়ন ব্যাংক এই সফলতায় জন্য ব্যাংকের সম্মানিত আমানতকারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানায়। 









উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com